ওই উকিল নোটিশে সিএসও’র ১৯৯৮ সালে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়স অতিক্রম করা এবং তার বয়স ও শিক্ষা সনদ প্রতারণার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার সনদে জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ এবং পাসপোর্টের জন্ম তারিখের অমিল উল্লেখ করে জবাব চাওয়া হয়েছে।
১৯৯৮ সালের ১০ জানুয়ারি সিএএবির নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির বয়স ১৮ থেকে ৩০ বছর চাওয়া হয়। যা ওই সময় দৈনিক অবজারভার পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু ওই সময় রাশিদার বয়স ছিল ৩২ বছর। তাই তার নিয়োগ কিভাবে সম্ভব হলো তাও উকিল নোটিশে জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া রাশিদার বয়স প্রতারণার বিষয়টিরও ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার পাসপোর্টের জন্ম তারিখ ৫-৯-১৯৭১। কিন্তু জাতীয় পরিচয়পত্র ও এসএসসির সনদে জন্মতারিখ ৫-৯-১৯৬৬। আসলে কোনটি তার আসল বয়স- তার জবাবও চাওয়া হয়েছে উকিল নোটিশে। নোটিশ জারির তারিখ থেকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
জেডএম/