নিরাপত্তা রেকর্ড, অনটাইম পারফরম্যান্স, উদ্ভাবনী এবং কার্যকর অনুশীলনের সঙ্গে নেটওয়ার্কের দৃঢ়তা বাড়ানোর মানদণ্ড বিবেচনায় দেশি বিমানসংস্থাগুলোর মধ্যে রিজেন্ট এয়ারওয়েজকে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য নির্বাচিত করে গ্লোবাল মার্কেটিং ও ব্র্যান্ড গবেষণাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএমও-এশিয়া।
রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এভিয়েশন ক্যাটাগরিতে রিজেন্ট এয়ারওয়েজকে এ পুরস্কার দিয়েছে সিএমও-এশিয়া।
পুরস্কার অর্জনে অনুভুতি জানাতে গিয়ে হানিফ জাকারিয়া বলেন, ‘নিরাপত্তা, সময়নুবর্তিতা, যাত্রী সেবার ক্ষেত্রে রিজেন্ট এয়ারওয়েজে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। যার ফলশ্রুতিতে এ আন্তর্জাতিক পুরস্কার অর্জনে সক্ষম হয়েছি। এ অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত এবং এ পুরস্কার উৎসর্গ করছি আমাদের সম্মানিত গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং কর্মী বাহিনীকে। ’
হাবিব গ্রুপের সহযোগী সংস্থা রিজেন্টে এয়ারওয়েজ চারটি বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি ড্যাশ উড়োজাহাজের বহর নিয়ে ছয়টি আন্তর্জাতিক এবং দুটি আভ্যন্তরীণ রুট পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এআর/টিসি