ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

দুবাই রুটে ফ্লাইট স্থগিত করলো বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
দুবাই রুটে ফ্লাইট স্থগিত করলো বিমান

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাই রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (৫ জুলাই) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় নিষেধাজ্ঞা ওঠার পর সোমবার (৬ জুলাই) থেকে দুবাই ও আবুধাবি রুটে শিডিউল ফ্লাইট চালু করার কথা ছিলো।

সম্প্রতি এ ঘোষণা দেয় বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত দিয়েছিল। সে অনুযায়ী বিমান ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত  ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেয়। কিন্তু অনিবার্য কারণবশত এ ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে।

তবে ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিং করা দুবাইগামী যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হবে। এছাড়া বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা বিমান কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ ফোন করে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।