ঢাকা : আগামী ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারত এয়ার বাবল শুরু হচ্ছে। ঢাকার সঙ্গে ভারতের ৫ টি শহরের সঙ্গে এয়ার বাবলে সংযুক্ত হবে।
ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা ও নভোএয়ার এবং ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার সপ্তাহে ২৮টি ফ্লাইটের মাধ্যমে ৫টি ভারতীয় শহরকে ঢাকার সঙ্গে সংযুক্ত করবে।
এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ৯টি বিভাগে অনলাইনে ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলেও জানায় ভারতীয় হাইকমিশন।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
টিআর/এসআইএস