ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

এক বছর পর বরিশালে ফ্লাইট চালু করছে বিমান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এক বছর পর বরিশালে ফ্লাইট চালু করছে বিমান  ...

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ হওয়ার দীর্ঘ এক বছর পর ২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

সোমবার (১৫ মার্চ) বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

 

গত বছরের মার্চে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে অধিকাংশ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ মার্চ থেকে বরিশাল রুটেও ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহার ও জীবন যাত্রা স্বাভাবিক হতে শুরু করায় গেল বছরের পহেলা জুন সীমিত পরিসরে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরে বিভিন্ন রুটে ফ্লাইট চালু করলেও বরিশালে ফ্লাইট বন্ধ রাখে বিমান। অবশেষে দীর্ঘ একবছর পর বরিশাল রুটে ২৬ মার্চ থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিল রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থা।  

বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ মার্চ  থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সপ্তাহের  প্রতিদিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস্ কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।