ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

এক বছর পর যশোর যাবে বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এক বছর পর যশোর যাবে বিমান

ঢাকা: করোনা মহামারিতে বন্ধ থাকার এক বছর পর আগামী ২৮ মার্চ থেকে যশোরে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালিত হবে।

সোমবার (২২ মার্চ) বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ থেকে যশোরে ফ্লাইট বন্ধ রাখে বিমান। পরবর্তী সময়ে অন্য রুটে ফ্লাইট চালু করলেও যশোরে ফ্লাইট চালু হয়নি। এক বছর পর পুনরায় এ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থা।  

ঢাকা-যশোর রুটে বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।