ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কালো পতাকা নিয়ে রাজশাহীতে আ’লীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
কালো পতাকা নিয়ে রাজশাহীতে আ’লীগের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: কালো পতাকা নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

সোমবার (৩ জুলাই) দুপুরে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, গুলশানে বিদেশি রেস্তোরাঁয় জঙ্গি হামলার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। ইসলামের নামে যারা এ হামলা করেছে তারা ইসলামের গায়ে কালিমা লেপন করছে। তারা মানবতার শত্রু।

লিটন বলেন, এটি কেবল বিপথগামী কিছু তরুণের দ্বারা ঘটিত হত্যাকাণ্ড নয়, এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তাই আমি স্বাধীনতার পক্ষের সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক নাঈমুল হুদা রানা, মহানগর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক রমজান আলীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ