ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর জনসভাস্থল অভিমুখে জনস্রোত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
প্রধানমন্ত্রীর জনসভাস্থল অভিমুখে জনস্রোত জনসভাস্থলমুখী দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে স্টেডিয়ামে আসছেন। ছবি: আরিফ জাহান

বগুড়ার আদমদীঘি (সান্তাহার) থেকে: জনস্রোত নেমেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেডিয়াম অভিমুখে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভায় যোগ দিতই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতার ঢল নেমেছে সভাস্থলে।

দলীয় প্রতীক নৌকা, রঙ-বেরঙের ক্যাপ, পোশাক গায়ে জড়িয়ে, ব্যানার, নানা ধরনের বাদ্যযন্ত্র ও গ্রামীণ বিভিন্ন ঐতিহ্যসহ নেচে গেয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে ছুটছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সভাস্থলসহ পুরো সান্তাহার পৌর এলাকা।

একইভাবে জনসভাস্থলের দিকে ছুটছেন সাধারণ মানুষ।  

বিকেল ৩টায় জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম প্রাঙ্গণ কানায় কানায় ভরে উঠেছে।

জনসভাস্থলমুখী দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে স্টেডিয়ামে আসছেন।  ছবি: আরিফ জাহানদুপুরে সান্তাহার পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জনসভাস্থলমুখী দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে স্টেডিয়ামে আসছেন। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে ঢুকছেন।

আদমদীঘি-সান্তাহার, নওগাঁ-সান্তাহার, রানীনগর-সান্তাহার, সাতিয়ানগ্রাম-সান্তাহার –প্রধান এ চারটি প্রবেশপথ ব্যবহার করে দলীয় নেতাকর্মীর ও সাধারণ মানুষ জনসভাস্থলে প্রবেশ করছেন।

এসব স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। জনসভার আয়োজন নির্বিঘ্ন করতে সবদিকে সতর্ক দৃষ্টি রাখছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমইউএম/এমবিএইচ/এইচএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ