ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

যশোর জেলা পরিষদ উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী পিকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
যশোর জেলা পরিষদ উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী পিকুল

যশোর: যশোর জেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান পিকুলকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন চূড়ান্ত করেন।

যশোর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

যশোর জেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, আগামী ১৬ এপ্রিল যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ২১ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এবং প্রতীক বরাদ্দের সময় ধার্য ৩০ মার্চ।

আসন্ন উপ-নির্বাচনে যশোরের ৮ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বর-সংরক্ষিত মহিলা মেম্বারসহ ১ হাজার ৩শ’ ৩২ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহ হাদিউজ্জামান। তবে শপথ গ্রহণের পরে গত ১৯ ফ্রেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। সেই থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান-১ আবদুল খালেক।

নির্বাচন কমিশন উপ-নির্বাচনে তারিখ ঘোষণা করলে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক নেতাদের দলীয় মনোনয়ন পেতে আবেদন করতে বলা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত দলীয় নেতারা মনোনয়নের আবেদন জমা দেন। তবে সন্ধ্যায় দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাইফুজ্জামান পিকুলকে মনোনয়ন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ