ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সংবর্ধিত হলেন রাজশাহী আ’লীগের ২০ আজন্ম যোদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
সংবর্ধিত হলেন রাজশাহী আ’লীগের ২০ আজন্ম যোদ্ধা রাজশাহী আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

রাজশাহী: বিভাগীয় শহর রাজশাহী আওয়ামী লীগের জন্য সারা জীবন একনিষ্ঠভাবে কাজ করে যাওয়ায় ২০ জন নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহীতে আয়োজিত আওয়ামী পরিবারের মিলনমেলায় আয়োজকদের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তদের উপাধি দেওয়া হয় ‘আওয়ামী লীগের আজন্ম যোদ্ধা’।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লুৎফর রহমান, সহ-সভাপতি জিনাতুন নেসা তালুকদার, বদিউজ্জামান, বদরুজ্জামান রবু মিয়া, আবদুস সামাদ, আবদুস সোবহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আ.অ.ম নুরুল আলম, জাতীয় কমিটির সদস্য একেএম আতাউর রহমান খান, মাহবুব জামান ভুলু ও কর্মী শাহজাহান শামীম।

এছাড়াও সংবর্ধনা পেয়েছেন- গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল বারী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরী, সদস্য মোজাফফর হোসেন, প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, রেজাউল ইসলাম সেন্টু, নাজিমুদ্দিন সরকার, আবদুস সাত্তার সরকার ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেসের আলী।

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় সংবর্ধনাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ