ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে কাদের সিদ্দিকী-হুদার বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
আ’লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে কাদের সিদ্দিকী-হুদার বৈঠক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা। (ফাইল ছবি)

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও নতুন রাজনৈতিক জোটের বিএনএ-এর সভাপতি নাজমুল হুদা।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে সচিবালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে কেউ মুখ না খুললেও একাধিক সূত্র জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

এরপর প্রায় ৩০ মিনিটের মতো ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিকে বিকেল ৪টার দিকে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন নতুন রাজনৈতিক জোটের বিএনএ-এর সভাপতি নাজমুল হুদা।

জানা গেছে, আগামী নির্বাচন ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট মহাজোট সম্প্রসারণ বিষয়ে নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।  বৈঠক শেষ ওবায়দুল কাদের ও কাদের সিদ্দিকী এবং নাজমুল হুদা কেউই গণমাধ্যমকে কিছু বলেননি।

বৈঠকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের।

তিনি জানান, সেতুমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা আলাদা আলাদা বৈঠক করেন।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ