ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জাবিতে ভর্তিচ্ছুদের চিকিৎসাসেবা দেবে ছাত্রলীগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
জাবিতে ভর্তিচ্ছুদের চিকিৎসাসেবা দেবে ছাত্রলীগ মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেবে শাখা ছাত্রলীগ। এজন্য তারা বিশ্ববিদ্যালয়ের মহুয়া কলায় একটি মেডিক্যাল ক্যাম্প বসানোর পরিকল্পনা নিয়েছে।

সেখানে ভর্তিচ্ছুদের মধ্যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিতে পারবে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারে মতবিনিময় সভায় এ তথ্য জানান শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষার দিন শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন পরামর্শ ও করণীয় তুলে ধরেন।

সভায় ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য শাখা ছাত্রলীগ যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা হলো- ভর্তিচ্ছুদের জন্য তিনটি তথ্য ও সহায়তা কেন্দ্র, একটি মেডিকেল ক্যাম্প, পথ নির্দেশিকা, বিশুদ্ধ পানি সরবরাহ, সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, আবাসিক সুবিধা, নিরাপত্তা রক্ষায় প্রতিটি হলে মনিটরিং সেল গঠন ইত্যাদি।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ