ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইন যুবলীগের একুশ পালন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
বাহরাইন যুবলীগের একুশ পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাহরাইন যুবলীগ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি)  রাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাহরাইন কেন্দ্রীয় কমিটির সার্বিক তত্বাবধানে এ কর্মসূচির আয়োজনে ছিল যুবলীগ জিদালি শাখা। কর্মসূচির সভাপতিত্ব করেন যুবলীগ জিদালি শাখার সভাপতি বাবু লিটন দাস।

ওই শাখার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আনোয়ার হোসেন ও সহ-সভাপতি ফিরোজ আলমের যৌথ সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নুর। প্রধান বক্তা  ছিলেন বাহরাইন যুবলীগের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এম এ করিম।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আবু আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, যুবলীগ সহ-সভাপতি বাবু সুব্রত নাথ, নুরুল হুদা, শেরে বাংলা শরীফ, জসিম উদ্দিন, শাহ আলম, এমরান হোসেন সরকার, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইস্রাফিল আসিক, সাংগঠনিক সম্পাদক ঈমাম উদ্দিন নয়ন, জালাল উদ্দিন, মো. সাইফুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বেলায়েত মাতব্বর, সাঈদুর রহমান, কাজী নুরুল ইসলাম জুয়েল, এনামুল হক সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ