ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কেন্দুয়ায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ৩১, ২০১৬
কেন্দুয়ায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির ৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খায়ের বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালীসহ ৮০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলানিউজকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশের দায়িত্ব পালনে বাধা ও হামলা করায় এ মামলা হয়েছে।

সোমবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।