ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘দেশ এতো দুর্বল হয়ে গেছে যে মায়ানমারও আক্রমণ করে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৬
‘দেশ এতো দুর্বল হয়ে গেছে যে মায়ানমারও আক্রমণ করে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ এতো দুর্বল হয়ে গেছে যে মায়ানমারও এখন আক্রমাণ করে। তাদের হেলিকপ্টার বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম।

কিন্তু আমাদের বিজিবি কিছু বলতে পারে না। অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে।
 
বুধবার (২২ জুন) রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ ইফতার মাহফিলের আয়োজন করে।
 
বিজিবি এখন সীমান্ত রক্ষা করতে পারছে না মন্তব্য করে খালেদা জিয়া বলেন, পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষীরা দেশের অভ্যন্তরে ঢুকে মানুষ হত্যা করে চলে যায়। বিজিবি প্রতিবাদ করার সাহস করে না।
 
তিনি বলেন, বাংলাদেশ আজ কোনো পর্যায়ে চলে গেছ। মায়ানমার পর্যন্ত বাংলাদেশে ওপর আক্রমণ চালায়। আকাশসীমা লঙ্ঘন করে। অথচ বিজিবি আজ অসহায়। নিজের দেশের মানুষ হত্যা করে আজকে তারা অসহায় হয়ে গেছে। তাদের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। আজ সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার।  
 
দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন,  এখানে আজ গণতন্ত্র নাই। পুলিশি শাসন চলছে। যাকে ইচ্ছা ক্রসফায়ার করছে। এ জন্য কারও কাছে কৈফিয়ত দিতে হচ্ছে না। কেউ প্রতিবাদ করলে তাকে জেল-জুলুম অত্যাচার সহ্য করতে হয়। কোনো আইন নেই, বিচার নেই। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।
 
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সুকোমল বড়ুয়া, সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ।
 
এছাড়া, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা মো. নেছারুল হক, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হোসেন ডোনার প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।  
 
অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৬/আপডেট ২০২৪ ঘণ্টা
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।