ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সোমবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ব্যারিস্টার রফিকুল ইসলামকে জেলগেটে শুভেচ্ছা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় বেশকিছু দিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।
এর পর আইনজীবীর মাধ্যমে পুনরায় জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। উচ্চ আদালতেও এ জামিন বহাল থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুন, ২৭, ২০১৬
এজেড/এএনজি/এমজেএফ/