ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘সরকার মানুষের অধিকার হরণ করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
‘সরকার মানুষের অধিকার হরণ করেছে’

ঠাকুরগাঁও: দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে। সরকার মানুষের অধিকার হরণ করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশে গণতন্ত্র, মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (০৭ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও পৌরসভার কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মত বিনিময় সভায় এ মন্তব্য করেন ফখরুল।

 

মানুষের বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই উল্লেখ করে ফখরুল বলেন, অসংখ্য নেতাকর্মীদের রাজনৈতিক মামলা দিয়ে সাজা দিচ্ছে সরকার।

সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।  

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. সৈয়দ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল হালিম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।