ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

বিএনপি

টাঙ্গাইল বিএনপির ২ সহ-সভাপতিসহ ৪ নেতা বহিষ্কার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
টাঙ্গাইল বিএনপির ২ সহ-সভাপতিসহ ৪ নেতা বহিষ্কার

ঢাকা: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা বিএনপির দুই সহ-সভাপতিসহ চার নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন— সহ-সভাপতি আলী ইমাম তপন, হাসানুজজামিল শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদুল হক শাতিল এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন।

সোমবার (৩১ জুলাই) দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক এ চার নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, কেন তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী ৭ (সাত) দিনের মধ্যে দলের মহাসচিব বরাবর একটি লিখিত জবাবও পাঠানোর নির্দেশনা দেওয়া বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।