ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

শেষ লড়াইয়ে নামতে বিএনপি নেতা-কর্মীদের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
শেষ লড়াইয়ে নামতে বিএনপি নেতা-কর্মীদের আহ্বান বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘শেষ লড়াইয়ে নামতে হবে, প্রস্তুন থাকুন’ বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমনই আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেএড এম জাহিদ হোসেন।

তিনি বলেন- কত পিছিয়ে যাবেন, কত মামলা খাবেন। হাজার হাজার মামলায় জর্জরিত নেতা-কর্মীরা।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিদিন কোর্টে হাজিরা দেন। তাই, গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ লড়াইয়ে নামতে হবে। প্রস্তুত থাকুন।

শনিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে শহর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।

এসময় শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুল আলম মাহাবুব, লিটন আকন্দ, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, দফতর সম্পাদক অ্যাডভোকেট এমএ হান্নান খান, কোষাধ্যক্ষ রতন আকন্দ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।