বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো)
আফ্রিকার দেশ মালিতে দুষ্কৃতিকারীদের বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তিন জন বাংলাদেশি সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একই ঘটনায় ৪ জন সেনাসদস্য আহত হওয়ার ঘটনায়ও মর্মাহত হয়েছেন তিনি।
রোববার (২৪ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, মালিতে বাংলাদেশি এ সেনাসদস্যদের মহিমামণ্ডিত আত্মদান অন্যদের কাছে প্রেরণা হয়ে থাকবে।
নিহত ও আহত বাংলাদেশি সেনাসদস্যরা এই জাতির অকুতোভয় গর্বিত স্বত্ত্বা। এই ঘটনা বাংলাদেশি জাতিকে নির্ভিক ও সাহসী জাতি হিসেবে সারাবিশ্বে আবারও উদ্ভাসিত করলো। এই শোকাবহ ঘটনায় ব্যথিত বাংলাদেশিদের মতো আমিও সমব্যথী।
খালেদা নিহত তিন সেনাসদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত চার সেনাসদস্যের আশু সুস্থতা কামনা করেন।
পৃথক এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।