ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদাকে জেলে রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
খালেদাকে জেলে রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২০ জুলাই) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আবু ওয়াহব আকন্দ বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না।

এতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সব দলের অংশ গ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। তাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন-দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, শেখ আব্দুল আজিজ, জেলা বিএনপির নেতা রতন আকন্দ, লিটন আকন্দ, যুবদল সভাপতি শামীম আজাদ, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, জেলা স্বেচ্ছাসবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি আতাহার হোসেন তালুকদার রিপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, জেলা তাঁতিদলের সভাপতি নাজিম উদ্দিন খান, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সালমান ডোনন, সাধারণ সম্পাদক শরীফ হায়দার হলুদ, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ।  

বাংলাদেশ সময় ১৯১০ ঘন্টা, জুলাই ২০, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।