ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কুমিল্লায় বিএনপির অনশনে গুলির অভিযোগ, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
কুমিল্লায় বিএনপির অনশনে গুলির অভিযোগ, আটক ৬

কুমিল্লা: দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে কুমিল্লা নগরীতে দলটির অনশন কর্মসূচিতে পুলিশের গুলি ছোড়ার অভিযোগ করেছেন নেতারা। কর্মসূচি থেকে ৬ জনকে আটকও করা হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বেলা ১১টায় নগরীর বাদুরতলা এলাকায় জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশীদের ইয়াছিনের কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে ওই ৬ জনকে আটক করা হয়।

আটক নেতাকর্মীদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদ।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ এসে বাধা দেয়। এ সময় গুলিও ছোড়ে। তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, কর্মসূচি পালনের নামে তারা সাধারণ জনগণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে এবং ৬ জনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।