ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিলেটে বিএনপি নেতা নুরুল হুদা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
সিলেটে বিএনপি নেতা নুরুল হুদা গ্রেফতার

সিলেট: সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নূরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের আম্বরখানা থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুনুর রশীদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নূরুল হুদার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে।

এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শাহজামাল নুরুল হুদা সিলেট সদর উপজেলা বিএনপি ও জেলা তাঁতীদলের  সাবেক সভাপতি ও  সদর উপজেলার ৭ নং মোগলগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।