ঢাকা: অমর একুশে বইমেলায় অগ্নিনিরাপত্তা দিতে প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রকার গাড়ি, পাম্প ও সরঞ্জাম নিয়ে দিনরাত ২৪ ঘণ্টা নিরাপত্তায় প্রস্তুত থাকবেন ৭৭ জন জনবল।
বুধবার (৩১ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মিডিয়া সেল থেকে তালহা বিন জসিম এই তথ্য জানান।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৯ জন ফায়ারফাইটার সোহরাওয়ার্দী উদ্যানের ৬টি পয়েন্ট ও বাংলা একাডেমির ৩টি পয়েন্টে মেলা চলাকালীন ২টি করে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে টহল ডিউটি করবেন এবং অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া দেবেন।
অগ্নিদুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে বাংলা একাডেমির পুকুর ও উদ্যানের লেকে দুটি পাম্প ২৪ ঘণ্টা স্থাপন করা থাকবে। মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক অসুস্থদের সেবা দান ও হাসপাতালে পরিবহনের জন্য ২৪ ঘণ্টা একটি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে।
এছাড়া বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি স্টলও স্থাপন করা হয়েছে (স্টল নং ১৭ ও ১৮ নং স্টলে); যেখানে ফায়ার সার্ভিস হতে প্রকাশিত অগ্নিনিরাপত্তা বিষয়ক বিভিন্ন বইও পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এজেডএস/এসএএইচ