ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলা আরও দুই দিন বাড়ানোর অনুরোধ 

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
বইমেলা আরও দুই দিন বাড়ানোর অনুরোধ 

ঢাকা: অমর একুশে বইমেলা দুই দিন বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

এই অনুরোধ করে প্রতিষ্ঠানটি মেলার আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠিও দিয়েছে।

এতে আগামী ১ ও ২ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার সময় বৃদ্ধির প্রস্তাব করা হয়।

শনিবার এই চিঠি পাঠানো হয়েছেতু জানিয়ে সমিতির সহসভাপতি শ্যামল পাল।  

তিনি বলেন, ‘মেলার স্টল বরাদ্দ পেতে বিলম্ব হওয়ার কারণে এবং প্রথম দিকেই বৃষ্টি হওয়ার কারণে প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। এজন্য প্রকাশকদের চাওয়া, মেলা যেন দুদিন বাড়ানো হয়। ’

এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সুচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মেলার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে যা সিদ্ধান্ত হয়, তা জানানো হবে। ’

বায়ান্নোর ভাষাশহীদদের স্মৃতিবিজড়িত মাস ফেব্রুয়ারিজুড়ে বইমেলা ঢাকার অন্যতম আয়োজন হয়ে উঠেছে। এক সময় বাংলা একাডেমি প্রাঙ্গণে হলেও এই মেলার এখন নিয়ে যাওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানেও।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এইচএমএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।