ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

রামপালে দুই দিনব্যাপী বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
রামপালে দুই দিনব্যাপী বইমেলা শুরু

বাগেরহাট: বাগেরহাটের রামপালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রামপাল সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার।

 

একই সঙ্গে মেলা প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত জেলা জজ ও লেখক শেখ জালাল উদ্দীনের লেখা 'তোমরাও পারবে' বইয়ের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য। এসময় অবসরপ্রাপ্ত জেলা জজ লেখক শেখ জালাল উদ্দীন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাস, ও রামপাল থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিভিন্ন বইয়ের ১৭টি স্টল নিয়ে শুরু হওয়া এই মেলা বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা রয়েছে।

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার বলেন, রামপালে এ বছরই প্রথম বইমেলা শুরু হলো। ভবিষ্যতেও এ ধরনের মেলার আয়োজন করা হবে। এই মেলা থেকে বই ক্রয়ের জন্য রামপালবাসীর প্রতি অনুরোধ করেন এই নারী জনপ্রতিনিধি।
এছাড়া মোংলা ও শরণখোলা উপজেলায় তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।