ঢাকা: একুশে বই মেলায় আসছে ছড়াকার, কবি, ঔপন্যাসিক সাইফুল্লাহ মাহমুদ দুলালের পাঁচটি বই।
১৯৭১ সালে কিশোর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম লালু, সর্বকনিষ্ঠ বীর প্রতীককে নিয়ে লেখা বীর কিশোর উপন্যাস ‘বীর বিচ্ছু’।
অন্য ধরনের কবিতা নিয়ে নতুন কাব্যগ্রন্থ ‘রুমা ঠাকুরের প্রাইভেসি’। প্রকাশক স্বরব্যঞ্জন। প্রচ্ছদশিল্পী সব্যসাচী হাজরা।
বিটিভিতে সাড়া জাগানো নাটক নিয়ে কিশোর গল্প ‘জাদুকর’। বের করছে সাহিত্যকাল। প্রচ্ছদ এঁকেছেন মোজাম্মেল প্রধান।
বঙ্গবন্ধু হত্যার খুনিকে নিয়ে লেখা ‘কানাডার কাশিমপুরে খুনি নূর চৌধুরী’। প্রকাশক বইপত্র পাবলিশার্স। প্রচ্ছদশিল্পী আবু সালেহ টিটু।
এছাড়াও কবি শহীদ কাদরী, নির্মলেন্দু গুণ, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র সঙ্গে ‘প্রেমের কবিতা’র তৃতীয় মুদ্রণ করছে জাগৃতি। প্রচ্ছদ এঁকেছেন আনিসুজ্জামান সোহেল।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪