অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রাহিতুল ইসলামের প্রথম উপন্যাস ‘বিষণ্ন কাঁটাতার’। সত্যঘটনা অবলম্বনে প্রেম, যৌনতা, সমাজ ও রাজনীতিকে তিনি একটি সূত্রে উপন্যাসে বেঁধেছেন।
বাংলাদেশের যেকোনো মফস্বল শহরে বেড়ে ওঠা একটি ছেলের কৈশোরের শেষ থেকে যৌবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সময়কালকে লেখক তুলে ধরেছেন।
মূলত প্রেমের উপন্যাস হলেও স্থানীয় রাজনীতি, সামাজিক ও পারিবারিক খুঁটিনাটি উঠে এসেছে বিষণ্ন কাঁটাতারে।
বইটি প্রকাশ করেছে সিঁড়ি প্রকাশন। বইমেলার ৯৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪