ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

শনিবার বইমেলার শেষ শিশুপ্রহর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪
শনিবার বইমেলার শেষ শিশুপ্রহর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গণ থেকে: এবারের অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশুপ্রহর অনুষ্ঠিত হবে শনিবার।

অমর একুশে গ্রন্থমেলার তথ্য কেন্দ্র থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।



শিশুপ্রহর উপলক্ষে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বইমেলা শুধু শিশু-কিশোর এবং তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে।

শিশুর মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তারা যেন বাবা-মায়ের হাত ধরে ঘুরে ঘুরে মেলায় বই কিনতে পারে এজন্য বাংলা একাডেমির ৮, ১৫ ও ২২ ফেব্রুয়ারি এবারের বইমেলার শিশুপ্রহর ঘোষণা করে।

এছাড়া, শিশুদের জন্য পৃথকভাবে বাংলা একাডেমির নজরুল মঞ্চের সামনে শিশু কর্নার সাজানো হয়েছে।

বিকেল গড়াতেই বইমেলায় জনস্রোত এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার অমর একুশে গ্রন্থমেলা সকাল ৮টায় থেকে শুরু হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষ করে বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণে আসতে থাকেন বইপ্রেমীরা।

বেলা গড়ার সঙ্গে সঙ্গে বইমেলায় বাড়তে থাকে জনতার ঢল। আর সরকারি ছুটির দিন হওয়ায় বিকেলের পর এ ঢল স্রোতে পরিণত হয়।

বাংলা একাডেমির মূল ফটকের সামনের রাস্তায় টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত মানুষ আর মানুষ।

অন্যান্য দিন বইমেলায় প্রবেশ করতে তেমন লাইন না থাকলেও ভাষাদিবসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় বইপ্রেমীদের।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত বইমেলায় প্রবেশের জন্য উৎসুক মানুষের দীর্ঘ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর অন্যদিকে দোয়েল চত্বর পর্যন্ত ছাড়িয়ে যেতে দেখা গেছে।

রমনা কালী মন্দিরের গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত বইমেলায় প্রবেশমুখে ছিল ক্রেতা-পাঠক-দর্শনার্থীদের প্রচন্ড ভিড়।

ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মেলায় প্রবেশের একটা পথ থাকলেও মূলত এ পথ দিয়েই পাঠক-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করায় অনেকটা ধাক্কাধাক্কি করে তাদের মেলায় প্রবেশ করতে হচ্ছিল।



** বিকেল গড়াতেই বইমেলায় জনস্রোত

** একুশ রঙে উদ্ভাসিত বইমেলা



বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।