ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

পুলিশ-পাঠকের সাহিত্য সেতুবন্ধন হবে মেলায়

মেহেদী হাসান পিয়াস ও আবু তালহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪
পুলিশ-পাঠকের সাহিত্য সেতুবন্ধন হবে মেলায়

বইমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলা পুলিশ লেখকদের সঙ্গে পাঠকদের সাহিত্য সেতুবন্ধন গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ।

শনিবার দুপুরে অমর একুশে গ্রন্থমেলায় অবস্থিত ডিএমপি স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।



তিনি বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। তাই পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক হওয়া উচিৎ বন্ধুর মতো। গত তিন বছর ধরে ডিএমপি এবং পুলিশ বাহিনী বইমেলায় অংশ গ্রহণ করছে। পুলিশ বাহিনী এবং ডিএমপি’র নিজস্ব প্রকাশনা রয়েছে।

সবচেয়ে খুশির বিষয় পুলিশ বাহিনীর মধ্যে অনেক লেখক রয়েছেন যারা গল্প, উপন্যাস, গবেষণাসহ বিভিন্ন ধরণের লেখালেখির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এই গ্রন্থমেলা পাঠকদের সঙ্গে পুলিশ লেখকদের সম্পর্কের স্থায়ীত্ব বৃদ্ধি করবে এবং সাহিত্যের সেতুবন্ধন গড়ে উঠবে বলে আশাবাদ ব্যবক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।