মেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহির আহমেদ সম্পাদিত ‘নৃবিজ্ঞানের দৃষ্টিতে সমকালীন বাংলাদেশ’।
বইটি প্রকাশ করেছে রাচি গ্রন্থ নিকেতন (স্টল নং ৫৩)।
গ্রন্থটি দুই ভাগে বিভক্ত। বাংলাদেশি সমাজে আধুনিকতা কীভাবে ধীরে ধীরে স্থান করে নিচ্ছে সেই চিত্র তুলে ধরা হয়েছে প্রথম অংশের প্রবন্ধগুলোয়। এখানে বেশ কিছু প্রবন্ধ বাংলাদেশি সমাজের ক্ষমতা কাঠামোর চরিত্রে রচিত।
দ্বিতীয় অংশে অভ্যন্তরীণ অভিবাসন, শিশু অধিকার এবং সাম্প্রদায়িকতা নিয়ে লেখা প্রবন্ধ স্থান পেয়েছে। সামাজিক বিজ্ঞানে বাংলাদেশের বিষয়াবলীর ব্যাখ্যা লক্ষণীয় হলেও নৃবিজ্ঞানের মাঠকর্মভিত্তিক বিশ্লেষণ এই বইটির স্বতন্ত্র সংযোজন।
মানুষ ও তার সমাজ সংস্কৃতিকে বোঝার অন্তর্দৃষ্টি এই বইটিতে উপস্থাপিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪