ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় ডোরেমন-পোকেমন-মিস্টার বিন নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
বইমেলায় ডোরেমন-পোকেমন-মিস্টার বিন নিষিদ্ধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় নিষিদ্ধ করা হয়েছে ডোরেমন, বারবি, পোকেমন, মিস্টার বিনসহ পাইরেটেড বই। এসব বই বিক্রিতে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলা একাডেমি।


 
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে আরও জানা গেছে, গ্রন্থমেলায় বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী কোনো বই, পত্রিকা, ক্যাসেট, সিডি, ডিভিডি এবং পোস্টার প্রদর্শন বা সংরক্ষণ করা যাবে না।
 
এদিকে চলমান রাজনৈতিক অস্থিরতাকে বিবেচনায় রেখে মেলায় এবার নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ করা হয়েছে। এবার মেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। র্যাবের একটি, পুলিশের দুটি এবং আনসারের দু’টিসহ মোট ৫টি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এর বাইরে রয়েছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
 
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।