ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় অটোগ্রাফ শিকারিদের কবলে সেতুমন্ত্রী

আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
মেলায় অটোগ্রাফ শিকারিদের কবলে সেতুমন্ত্রী ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: ব্যস্ত মন্ত্রী। দিনভর ডুবে থাকেন কাজে।

এমন কঠিন ব্যস্ততার ফাঁকেও অমর একুশের গ্রন্থমেলায় ছুটে এসেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে সময় প্রকাশনীর স্টলে বসা মাত্রই অটোগ্রাফ শিকারিদের কবলে পড়েন মহাজোট সরকারের এ মন্ত্রী। সুশৃঙ্খলভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে এসময় ভক্তরাও অভিনন্দনে সিক্ত করে মন্ত্রীকে।
 
সময় প্রকাশনীর ব্যানারে এবারের মেলায় মন্ত্রীর দুটি বই প্রকাশিত হয়েছে। একটি হলো উপন্যাস ‘গাঙচিল’ ও অন্যটি হলো আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনস্মৃতি সব মনে নেই’।
 
মন্ত্রীর উপন্যাস ‘গাঙচিল’ প্রকাশের মধ্য দিয়ে সরকারের কোনো মন্ত্রীর প্রথম কোনো উপন্যাস প্রকাশিত হলো।

উপন্যাসের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, চরাঞ্চলের মানুষের জীবন কাহিনী নিয়ে ‘গাঙচিল’ নামের উপন্যাসটি লিখেছি।

মন্ত্রী বলেন, আমি বই লিখতে পছন্দ করি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী রাত ১টায় ফোন দিয়ে আমার কাছে জানতে চাইলেন, তুমি কোথায়। বললাম সংসদ ভবনে। এতো রাতে কি করো, আমি বললাম, বই লিখছি।

লেখক হিসেবে অনুভুতি কেমন জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, আমি কোনো বড় মাপের লেখক নই। তারপরও লেখালেখির চেষ্টা করি। ‘গাঙচিল’ উপন্যাসটির ৮০ভাগ কাজ আমি মন্ত্রী হওয়ার আগেই শেষ করেছি। ব্যস্ততা থেকে সময়টা ছিনতাই করে লিখেছি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

** বইমেলায় দুই মন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।