ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় রায়হান রাইনের নতুন ২ বই

তানিম কবির, ফিচার সম্পাদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
মেলায় রায়হান রাইনের নতুন ২ বই

অমর একুশে গ্রন্থমেলা থেকে: এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক রায়হান রাইনের দ্বিতীয় কবিতার বই ‘একদিন সুবচনী হাঁস’।

এছাড়া, পেপারব্যাকে একটি অনূদিত গল্পের বই প্রকাশিত হবে আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি)।

অনুবাদ গল্পের বইটি প্রকাশিত হলে তার লেখা মোট বইয়ের সংখ্যা দাঁড়াবে নয়।

‘একদিন সুবচনী হাঁস’ বইটিতে কবিতা আছে ৩৯টি। ৬৮ পৃষ্ঠার বইটির মূল্য ১৫০ টাকা। প্রকাশ করেছে উদ্যোগ প্রকাশন। অনূদিত গল্পটি হারুকি মুরাকামির ‘বিড়ালের শহর’ গল্পের অনুবাদ। এ বইটি প্রকাশ করছে লিটল ম্যাগাজিন চিরকুট।

রায়হান রাইনের মতে, গল্পটিতে পিতা ও পুত্রের এমন এক সম্পর্কের চিত্র আঁকা হয়েছে, যার নজির বিশ্বসাহিত্যে দুর্লভ।

কবির কাছে জানতে চাওয়া হয়েছিলো আগের বইটি থেকে এ বইয়ের কবিতাগুলোর পার্থক্য কী। তিনি জানান, আগের কবিতার বই থেকে এর বিষয়, স্বর, ভাব ও অনুভব সবই আলাদা। আর সব কবিতা এক রকমের নয়, সেখানেও বিচিত্রতা আছে। কিন্তু একটা সহজ সুর এদের মধ্যে ঐক্যসূত্র তৈরি করে থাকবে।

তবে শেষ পর্যন্ত এসবের নির্ণয় পাঠকের হাতেই ছেড়ে দিতে চান রায়হান রাইন।

কবিতার বইটির পরিবেশন করছে— সংবেদ (স্টল নম্বর ১৫৭-১৫৮)। এছাড়া পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন চত্বরে চিরকুট’র স্টলে।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে বিড়ালের শহর বইটিও চিরকুট’র স্টলে পাওয়া যাবে। এটির মূল্য ৪০ টাকা।

কখন কিভাবে বই দুটি রচিত হলো জানতে চাইলে রায়হান রাইন বলেন, একদিন সুবচনী হাঁস’র কবিতাগুলো ২০০৭-২০১৬ সালের মধ্যে লেখা। আর, বিড়ালের শহর গল্পটি অনুবাদ করেছিলাম গত বছর, দি নিউ ইয়র্কার-এ হারুকি মুরাকামির গল্পটি পড়ার পর।

বই প্রকাশের জন্য বইমেলার সময়টিকেই বেছে নিয়েছেন কেন- জানতে চাইলে রায়হান রাইন বলেন, কবিতার বইটি গত বছর নভেম্বর বেরিয়েছে। আর, অনূদিত বইটি প্রকাশ পাচ্ছে বইমেলায়। এর কারণ, এ সময়ে বই কেনার জন্য অনেক পাঠক মেলায় আসেন। বই আর পাঠকের মধ্যে যোগাযোগের এটাই উৎকৃষ্ট সময়। তবে পাঠক আর বইয়ের এই যোগাযোগ সারা বছর থাকলে কতো না ভালো হতো!

একদিন সুবচনী হাঁসের প্রচ্ছদ করেছেন শ্যামল হুদা। বিড়ালের শহরের প্রচ্ছদ করেছেন মাসুম মুনাওয়ার।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
টিকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।