ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

অন্যপ্রকাশে সিদ্ধার্থ হকের নতুন কবিতার বই

বইমেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
অন্যপ্রকাশে সিদ্ধার্থ হকের নতুন কবিতার বই

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় অন্যপ্রকাশ এনেছে সিদ্ধার্থ হকের নতুন কবিতার বই ‘শূন্যের ভিতরে’। প্রথম কবিতার বই ‘এ নগর কেঁপে ওঠে ভোরে’ প্রকাশিত হয়েছিলো ১৯৯৩ সালে।

তারপর ১৯৯৪ সালে ‘বাতাস মুদ্রণ’, ১৯৯৬ সালে ‘বিবিধ মুখোশ’, ১৯৯৯ সালে ‘ঘুমহীন ক্যানভাস’ ও ২০১৩ সালে প্রকাশিত হয় ‘জলে ডোবা মাঠে, সারারাত’।
 
এছাড়া ২০০২ সালে ‘ভাসমান’ নামে তার প্রথম ও এখন পর্যন্ত একমাত্র উপন্যাসটি প্রকাশিত হয়।
 
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে অন্যপ্রকাশের প্যাভেলিয়নে নতুন প্রকাশিত বইটি পাওয়া যাবে। ধ্রুব এষের করা প্রচ্ছদে বইটির বিনিময় মূল্য ২৫০ টাকা। সিদ্ধার্থ হকের শূন্যের ভিতরেসহ ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে ভিজিট করুন rorkomari.com অথবা ডায়াল করুন 16297 নম্বরে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
টিকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।