প্রতিকূল পবিবেশে বেড়ে ওঠা এক অদম্য তরুণীর জীবনকথা কিংবা সনী ও আনার প্রেমের গল্প বর্ণনায় ‘অনাকাঙ্ক্ষিনী’। এবারের অমর একুশে গ্রন্থমেলায় ইতোমধ্যেই বইটি পাঠক মহলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।
সনী ও আনার প্রেমের গল্প নিয়ে সাজানো এই লেখা। এমন প্রেমে-ভালোবাসায় ঈর্ষাকাতর হয়ে এক কোটি রূপসী মেয়ে নিজের হাতে আপন অঙ্গে এসিড মারে! প্রেম ছাড়াও উপন্যাসে একই সঙ্গে উঠে এসেছে একাত্তরে নির্যাতিতা এক যুবতীর জীবনকাহিনীও।
বর্তমান থেকে পেছনে ফিরে একাত্তর পর্যন্ত এই উপনাসের ব্যাপ্তিকাল। উচ্চবিত্ত পরিবারের বিত্ত বৈভব নায়িকার জীবনকে সুখী করতে পারেনি; অন্যদিকে ভালোবাসার দুর্বলতাও তার নৈতিকতাকে অবনত করেনি।
এক তরুণীর অপ্রত্যাশিত জীবনের ইতিহাস, এক শিশু কন্যার অবহেলা আর অনাদরে তরুণী হয়ে ওঠার গল্পই বর্ণিত হয়েছে বইটির পাতায় পাতায়। যা পাঠককে দিতে পারে নতুনত্ব ও ভাবনার খোরাক।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আইএ