তরুণ লেখক শাম্মী তুলতুল তার লেখনীতে তুলে এনেছেন এমন এক কিশোরীর গল্প, যে সমাজের এই ক্ষতের বাইরে যেতে পারেনি।
বাল্যবিয়ে নামক সামাজিক এই ব্যাকটেরিয়া কুরে কুরে খেয়েছে তার জীবন।
মেলায় পাওয়া যাচ্ছে শাম্মীর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস চোরাবালির বাসিন্দাও। গতবছর বইটি স্থান পায় রকমারি ডটকমের বেস্ট সেলারের তালিকায়। পাওয়া যাচ্ছে প্রতিভা প্রকাশের স্টলে।
এছাড়া শিশুদের জন্য শাম্মী নিয়ে এসেছেন নতুন বই ‘নান্টু ঝান্টুর বক্স রহস্য’ এবং ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’। ‘নান্টু ঝান্টুর বক্স রহস্য’ বের হয়েছে প্রতিভা প্রকাশ থেকে। আর ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বেরিয়েছে ‘বাবুই’ প্রকাশনী থেকে। পাওয়া যাচ্ছে গতবছরের রকমারির বেস্ট সেলার ‘গণিত মামার চামচ রহস্য’ও। এটিও বের হয়েছে প্রতিভা প্রকাশ থেকে।
বই নিয়ে শাম্মী জানান, প্রতিটি বইতেই অন্তত একটি করে মেসেজ রাখার চেষ্টা করেন তিনি। ছোটদের বইগুলোতে হাস্যরসের পাশাপাশি থাকছে শিক্ষণীয় অনেক বিষয়।
সবসময় ইতিবাচক মানসিকতা লালন করা লেখক শাম্মী তুলতুল চান, লেখালেখির মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখতে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এসএনএস