গল্পগুলো হলো- এখন তোমার শহরে, সাইকেল পাখির ডানায় চড়ে, কেন বল মন রেখে দিলে, শমশের এখন কি করবে, তারা বাবুর দুধওয়ালী, শ্রীকান্ত ও মায়া কাহিনী ২, শেষ হলেও পারতো এবং তৈয়ব আলীর নতুন টেলিভিশন।
নতুন এ গ্রন্থটি নিয়ে আহসান সারোয়ার বলেন, গত বছরের বইমেলায় ‘ওর চোখে বিকেলের ছায়া’ লিখেছিলাম।
কলি প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলায় স্টল নম্বর ৩৬৭-৩৬৮তে পাওয়া যাচ্ছে।
চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার সবশেষ শিশুতোষ চলচ্চিত্র ‘আমরা করবো জয়’ পরিচালনা করেছেন। ছবিটি মুক্তির পর মৌলিক গল্পের কারণে বেশ প্রশংসিত হয়। এ বছর নিজের লেখা কাহিনী ও পরিচালনায় ‘রং ঢং’ চলচ্চিত্রটি নিয়ে শিগগিরই দর্শকের সামনে হাজির হবেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এএ