ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

নতুন বই আসা শেষ পথে, বিক্রি ভালো

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
নতুন বই আসা শেষ পথে, বিক্রি ভালো গ্রন্থমেলায় আগত দর্শনার্থীরা/ছবি: শাকিল আহমেদ

অমর একুশে গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে প্রতিবছর বের করা হয় নতুন বই। এসব বই মেলার প্রথম দিন থেকে আসতে শুরু করে। এখন মেলার শেষ সময় চলে আসায় নতুন বই আসাও প্রায় শেষের পথে। যার কারণে বই বিক্রি ভালো হচ্ছে বলে জানান প্রকাশকরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, একুশে ফেব্রুয়ারি পর দিন বইপ্রেমীদের ভিড় ছিলো লক্ষ্য করার মতো। অনেকে শুরুর দিকে মেলায় আসলেও বই তেমন একটা কিনেনি।

মেলার শেষ সময় চলে আসায় তালিকা করে পছন্দের বই খোঁজ করেন তারা।

মেলায় কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুনিরা দিলশাদ সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, মেলায় প্রথম দিকে বন্ধু-বান্ধব নিয়ে ঘুরেছি। বই নিয়েছিলাম মাত্র দু’টি। আজকে পছন্দের সব বই কিনলাম।

মেলায় বুধবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত বই এসেছে ৩ হাজার ৩শত ৫৯টি। তার মধ্যে সর্বাধিক বই হচ্ছে কবিতার ১ হাজার ৫৮টি। গল্প ৪৯৩ টি, উপন্যাস ৫১২, প্রবন্ধ ১৭৯, গবেষণা ৭৬টি, ছড়া ৮০, শিশুতোষ ৯৬, জীবনী ৮৪, রচনাবলি ১৫, মুক্তিযুদ্ধ ৬০, নাটক ১৬, বিজ্ঞান ৫৩, ভ্রমণ ৭৫, ইতিহাস ৮৫, রাজনীতি ১০, স্বাস্থ্য ২৫, রম্য ১৮, ধর্মীয় ১৮, অনুবাদ ৩৩, অভিধান ৭, সায়েন্স ফিকশন ৪২ ও অন্যান্য ৩২৪টি বই।

মেলার বাকি দিনে নতুন বই কেমন আসতে পারে জানতে চাইলে ঐতিহ্য প্রকাশনীর আমজাদ হোসেন বলেন, আজকে আমাদের নতুন বই আসে নি। বাকি সময়ে দুয়েকটি বই আসতে পারে। অধিকাংশ প্রকাশনীর স্টলের বিক্রয়কর্মীরা একই কথা বলেছেন।

এদিকে অধিকাংশ লেখককের বই চলে আসায় মেলায় বিক্রি ভালো হচ্ছে। পাঠক চাহিদামতো বই কিনতে পারছে বলে জানিয়েছে তারা। আদর্শ প্রকাশনীর মামুনুর রশীদ বলেন, মেলার শেষ সময় হওয়ায় বই বিক্রি ভালো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।