ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

গ্রন্থমেলায় শিমন রায়হানের প্রথম কাব্যগ্রন্থ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
গ্রন্থমেলায় শিমন রায়হানের প্রথম কাব্যগ্রন্থ

ঢাকা: বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় এসেছে শিমন রায়হানের প্রথম কাব্যগ্রন্থ ‘কহে কৈফা’৷ 'ঐতিহ্য' থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন প্রখ্যাত শিল্পী ধ্রুব এষ।

সাড়ে তিন ফর্মার এই কাব্যগ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। গ্রন্থমেলার ১৪ নম্বর প্যাভিলিয়ন তথা ঐতিহ্যে কবির প্রথম কবিতার বইটি পাওয়া যাচ্ছে।



‘কহে কৈফা’ নিয়ে শিমন রায়হান বলেন, এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। এই বইয়ের ছেচল্লিশটি লেখা যতটা না কবিতা তার অধিক গত এক দশকে আমার কবিতাযাপনের এক নিবিড় স্মারক।

বইয়ের নাম নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। এখানে একটু রহস্য আছে। সাধারণ প্রচেষ্টাতেই এ রহস্যের উন্মোচন সম্ভব, যোগ করেন কবি।

শিমন রায়হানের জন্ম ১৯৮৯ সালের ০৬ সেপ্টেম্বর, ঝিনাইদহে। আইন বিষয়ে স্নাতকোত্তর। সাহিত্যের কাগজ ‘সতীর্থ’র সম্পাদনা কাজের সঙ্গে যুক্ত। সম্পাদিত গ্রন্থ হিসেবে প্রকাশিত বহুমাত্রিক গদ্যসংকলন ‘কুকুর’। মনোযোগ এবং আরও অন্য পাঠের মধ্যে রয়েছে- চলচ্চিত্র, সঙ্গীত ও লোকসংস্কৃতির বিভিন্ন বিষয়।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।