ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

প্রকাশ পেয়েছে সাইদ উজ্জ্বলের কবিতার বই ‘দ্বিতীয় প্রজাপতি’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
প্রকাশ পেয়েছে সাইদ উজ্জ্বলের কবিতার বই ‘দ্বিতীয় প্রজাপতি’

ঢাকা: এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে কবি সাইদ উজ্জ্বলের দ্বিতীয় কবিতার বই ‘দ্বিতীয় প্রজাপতি’। 

বইটি মেলায় এনেছে ছোটকাগজ- কালীদহ। এর প্রচ্ছদশিল্পী লেখক নিজেই।

বইটির গায়ের দাম রাখা হয়েছে ১২৫ টাকা। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে লিটলম্যাগ চত্বরে কালীদহের ৪৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘দ্বিতীয় প্রজাপতি’।  

এ বইয়ে কী ধরনের কাজ করার চেষ্টা হয়েছে জানতে চাইলে সাইদ উজ্জ্বল বলেন, পৃথিবী জুড়ে যে সংকট ও ক্রান্তিকাল চলছে তার অনেক ঘটনা যেগুলো আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে সেগুলো নিয়েই এ বইয়ে কিছু কথা, অনুভূতি প্রকাশ করতে চেয়েছি। ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের আন্দোলন ইন্তেফাদা, বিশ্বব্যাপী চলমান খুন, গুম এ ধরনের বিষয় নিয়েও কিছু প্রকাশের চেষ্টা করেছি।  

বইটি রচনার সময়কাল ও প্রকরণ প্রসঙ্গে জানতে চাইলে এ কবি বলেন, আমি এ বইটি নিয়ে ৪ বছর ধরে কাজ করছি। প্রথাগত বাংলা ছন্দেই সবগুলো কবিতা লেখা। এটিকে আমি এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলিল ও কবিতার বই বলে বিবেচনা করতে চাই। এটি প্রকাশ করতে পেরে আমার মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করছে।  

এর আগে ২০১৬ সালে প্রকাশ পায় সাইদ উজ্জ্বলের প্রথম কবিতার বই- ‘মম বাক্য ধরো।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০   
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।