তার কবিতার বই ‘চুরি করা কবিতা’ প্রকাশিত হয়েছে ‘বৈভব’ প্রকাশনী থেকে। আর গবেষণাধর্মী ‘নির্বাচিত বিশ্বসেরা ১০০ চিত্রকলা’, ‘নির্বাচিত বিশ্বসেরা ১০০ আলোকচিত্র’ ও ‘নির্বাচিত বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র’ প্রকাশ করেছে অনার্য পাবলিকেশন্স।
মুম রহমান বলেন, ‘চুরি করা কবিতা’ আমার প্রথম কবিতার বই। স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে এটি যেন পাঠকের হাতে পৌঁছায়। কবিতা ছাড়া অন্য তিনটি বই শিল্পপ্রেমী, শিক্ষার্থী সবার কম-বেশি কাজে লাগবে।
মুম রহমানের প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশের মতো।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এইচএডি/