ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘ক্যাম্পবেল বায়োলজি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
বইমেলায় ‘ক্যাম্পবেল বায়োলজি’

ঢাকা: জীববিজ্ঞানের বাইবেল খ্যাত বিখ্যাত বই ‘ক্যাম্পবেল বায়োলজি’। এখন অবধি বইটির ১২তম সংস্করণ প্রকাশিত হয়েছে।

জীববিজ্ঞানকে নতুন জানতে, জীববিজ্ঞান বিষয়ের প্রতি গভীর আগ্রহ তৈরি করতে এটি এক অনন্য বই।

মূল বইয়ের আলোকে বাংলাদেশের পাঠকদের উপযোগী করে ‘ক্যাম্পবেল বায়োলজি (প্রাণরসায়ন ইউনিট)’ রচনা (ভাষান্তর) করেছেন বিজ্ঞান লেখক রফিকুল ইসলাম। সরল ভাষায় রচিত বইটি ইতোমধ্যেই জীববিজ্ঞান প্রেমীদের মুগ্ধ করেছে।

জীববিজ্ঞানের প্রাণরসায়ন বিষয় সহজে বুঝতে ও জীববিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মন্তব্য লেখকের।

অমর একুশে বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরের স্টলে (স্টল নম্বর ৩২৭, ৩২৮ ও ৩২৯) পাওয়া যাবে বইটি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।