ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

শরীয়তপুর পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
শরীয়তপুর পৌরসভার বাজেট ঘোষণা

শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬২ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ১২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১২ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৬৫৮ টাকা। উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫০ কোটি ৮০ লাখ ৯৬ হাজার ৪৬৪ টাকা।

বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, নির্বাহী শফিকুল ইসলাম, কাউন্সিলর মোয়াজ্জেম ঢালী, আমির হোসেন সিকদার, কেএম পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।