ঢাকা: আন্তর্জাতিকমানের সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন পরিবেশ তৈরিতে সহায়তা করার জন্য প্রি-ফেব্রিকেটেড বিল্ডিংয়ের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে রফতানিমুখী পোশাক শিল্পখাত। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হতে পারে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য দেন।
তিনি বলেন, পোশাক শিল্পের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ ও অধিকতর পরিপালন নিশ্চিতকল্পে ফায়ার রেসিস্ট্যান্ট ডোর, ইর্মাজেন্সি লাইট, স্প্রিংকলার সিস্টেম ইত্যাদির আমদানি শুল্কহার সম্পূর্ণভাবে মওকুফ করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বস্ত্রখাতের উন্নয়নে বিগত সময়ের প্রদত্ত সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি কিছু কাঁচামালে প্রযোজ্য ১০ শতাংশ শুল্কহার কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফ্লাক্স ফাইবার বস্ত্রশিল্পের কাঁচামাল আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবং কৃত্রিম স্টাপল ফাইবারের আমদানি শুল্কহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৪