ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে সম্পদ ও বিত্তবানদের সারচার্জ (মাসুল) বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা এবং ধনী গরিবের বৈষম্য হ্রাস করার উদ্দেশে ধনীদের করের পরিমাণ বাড়ানো উচিত।
এ লক্ষ্যে ৪৪ লক্ষ ২০ হাজার টাকা বা এর বেশি সম্পদ আছে এমন ব্যক্তির ওপর প্রযোজ্য করের হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর বেশি সম্পদ হলে আরো বেশি চার্জ দিতে হবে।
২০১১-১২ অর্থবছরে প্রথমবারের মতো সম্পদের ওপর সারচার্জ আরোপ করা হয়। এর মধ্যে ২ কোটি টাকার বেশি সম্পদ হলে তার ওপর ১০ শতাংশ হারে সার চার্জ আরোপ করা হয়।
দেশে ২ কোটি টাকার বেশি সম্পদের মালিক দেশে এমন করদাতা রয়েছেন মাত্র ৫ হাজার ৬৬২ জন।
২০১১-১২ অর্থবছরে ৪৪ কোটি ৬২ লাখ ও ২০১২-১৩ কর বর্ষে সারচার্জ থেকে ৬০ কোটি রাজস্ব আদায় হয়।
তবে ২০১৪-১৫ অর্থবছরে ব্যক্তি শ্রেণীর করমুক্ত সীমা ২ লাখ ২০ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ০৫ জুন, ২০১৪