রংপুর: ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমূলক ও বাস্তবমুখী বলে মনে করছেন রংপুর চেম্বারের নেতারা।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।
কৃষি ও পল্লী উন্নয়ন, বিদ্যুৎ বিশেষ করে সামাজিক সুরক্ষা, যোগাযোগ, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে সামষ্টিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন প্রস্তাবগুলো যুগান্তকারী বলে মেনে করেন তারা।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৪।