ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

মূসক আইন বাস্তবায়ন আগামী অর্থবছর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ২, ২০১৬
মূসক আইন বাস্তবায়ন আগামী অর্থবছর

ঢাকা: চলতি অর্থবছরে (২০১৬-১৭) ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বাস্তবায়ন হচ্ছে না। এ আইনে মূল্য সংযোজন কর (মূসক) ১৫ শতাংশ আদায়ের প্রস্তাব করা হয়েছিল।


 
সম্পূর্ণ অনলাইনভিত্তিক এ আইন চলতি বছরের ১ জুলাই থেকে বাস্তবায়নের কথা থাকলেও ‍এটি ২০১৭ সালের ১ জুলাই থেকে সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
 
বৃহস্পতিবার (০২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
 
অর্থমন্ত্রী বলেন, এ আইনটি বাস্তবায়নে আমরা এখন পর্যন্ত সম্পূর্ণ প্রস্তুত নই। ২০১৭ সালের ১ জুলাই থেকে আইনটি পুরোপুরি কার্যকর হবে।
 
তিনি বলেন, আমাদের লক্ষ্য কিন্তু বদলায়নি। আমরা আইনটিকে আগামী একবছরে পুরোপুরি কার্যকর করবো।
 
এদিকে, এ বছর মূসক আইন বাস্তবায়ন না হওয়ায়  ব্যবসায়ীরা অতিরিক্ত একবছর সময় পেলেন। এ সময়ে  তারা সবরকম হিসাবরক্ষণের ব্যবস্থা পাকাপাকি করে নিতে পারেন।
 
এরআগে অর্থমন্ত্রী চলতি বছরের ১ জুলাই থেকে নতুন মূসক আইন কার্যকরের ঘোষণা দেন। এতে ব্যবসায়ীদের প্রস্তুতি নেই অজুহাতে নতুন আইন বাস্তবায়নে সময় চেয়ে আসছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ০২, ২০১৬
আরইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।