ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

মুক্তিযোদ্ধারা পাবেন দু’টি উৎসব ভাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুন ১, ২০১৭
মুক্তিযোদ্ধারা পাবেন দু’টি উৎসব ভাতা

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের জন্য দু’টি উৎসব ভাতা রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহম্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশকালে তিনি এ বরাদ্দের কথা ঘোষণা দেন।
 
অর্থমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণে বদ্ধপরিকর বর্তমান সরকার।

অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের উন্নত অ‍াবাসন সুবিধার লক্ষ্যে সারা দেশে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি।
 
এছাড়াও মুক্তিযোদ্ধাদের জন্য বিদ্যমান মাথাপিছু সম্মানি ভাতার পাশাপাশি ১০ হাজার টাকা হারে দু’টি উৎসব ভাতা দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০১, ২০১৭ 
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।