ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

প্রতিরক্ষায় বাজেট বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুন ১, ২০১৭
প্রতিরক্ষায় বাজেট বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট ২৫ হাজার ৭৪০ কোটি ৭৫ লাখ ৮ হাজার টাকার করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

গতবার প্রতিরক্ষায় বাজেট ছিলো ২৩ হাজার ১৯৬ কোটি ২৬ লাখ ২৩ হাজার টাকা। গতবারের চেয়ে এ বছর ২ হাজার ৫৪৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকা বেশি প্রস্তাব করা হয়েছে প্রতিরক্ষা বাজেটে।


 
এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে ৩০ কোটি ৪১ লাখ টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।  
 
বৃহস্পতিবার (০১ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এটি মুহিতের একাদশ বাজেট পেশ।

জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার বিশেষ বৈঠকে এ বাজেট ‍অনুমোদন করা হয়।

১৭-১৮ অর্থ বছরে প্রতিরক্ষায় ‍অনুন্নয়ন বাজেট ২৫ হাজার ৬০ কোটি ৯০ লাখ ৮ হাজার এবং উন্নয়ন বাজেট ৬৭৯ কোটি ৮৫ লাখ টাকার।
 
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।